ঢাকা,শনিবার, ৪ মে ২০২৪

চকরিয়ার রাকিব মাহতাব ফিলিপসি জেসাফ আন্তর্জাতিক ল’ মুটকোর্ট প্রতিযোগিতায় যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন

Chakaria Picture Rakib 05-04-2017চকরিয়া প্রতিনিধি :

ফিলিপসি জেসাফ আন্তর্জাতিক ল’ মুটকোর্ট প্রতিযোগিতায় যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রাকিব মাহতাব। তিনি আগামী ৯-১৭ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের হায়াত রিজেন্সি নিউ জার্সি এভিনিও ওয়াশিংটন ডিসিতে থাকবেন। রাকিব দেশের ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। সেখানে তারা আর্ন্তজাতিক বিষয়ক আইন, ওয়াটার বডি ইউকুইটি, কালচ্যারাল হেরিটেজ ও শরনার্থী সমস্যা নিয়ে আর্ন্তজাতিক ল’ মুটকোর্ট প্রতিযোগিতায় অংশ নেবেন। ওই প্রতিযোগিতায় ৯৫টি দেশের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। রাকিব মাহতাব চকরিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ৯০’ দশকের সাবেক ছাত্রনেতা সরওয়ার আলমের বড় পুত্র।

গত ১৬ ফেব্রুয়ারী নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল বাংলাদেশের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত ৫৮তম ফিলিপসি জেসাফ আন্তর্জাতিক ল মুটকোর্ট প্রতিযোগিতা-২০১৭ জাতীয় রাউন্ডের নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতায় সরকারি এবং বেসরকারিসহ মোট ১৩টি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। চ্যাম্পিয়ন এবং রানার আপ যুক্তরাষ্ট্রে ল’ মুটকোর্টে প্রতিযোগিতায় অংশ নেবেন।

পাঠকের মতামত: