ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

নাইক্ষ্যংছড়ির ইউএনও সরওয়ার কামালের যোগদান

uno-sarwarহাফিজুল ইসলাম চৌধুরী :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ইউএনও এস.এম সরওয়ার কামাল। তিনি সোমবার (২৪অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে নাইক্ষ্যংছড়ির ইউএনও হিসেবে যোগদান করেন। অন্যদিকে ২বছর ৬মাস ২দিন পর নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম বিদায় নিচ্ছেন। তাঁকে পদোন্নতি দিয়ে সিলেটে এডিসি হিসেবে বদলি করা হয়েছে। এর আগে তিনি গত ২১ এপ্রিল ২০১৪ ইং নাইক্ষ্যংছড়িতে ইউএনও হিসেবে যোগদান করেছিলেন।

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি উপজেলায় নব নিয়োগকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সরওয়ার কামাল বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা। চট্টগ্রাম সিটির নাছিরাবাদ এলাকার বাসিন্দা সরওয়ার কামাল গত ২০০৮ সনের ১৬ নভেম্বর সরকারী চাকুরীতে যোগদান করেন। চাকরীতে যোগদানের পর তিনি কক্সবাজার জেলার কুতুপালং শরণার্থী ক্যাম্প ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) ও চাঁদপুরে এসিল্যান্ড সর্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন।

 

পাঠকের মতামত: