ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

লামায় পাহাড়ি ঝিরিতে ডুবে শিশু নিখোঁজ

map-lamaমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের লামায় পাহাড় থেকে নেমে আসা পানিতে ডুবে নিখোঁজ হয়েছে লাংক্রিত মুরুং (১২) নামে এক শিশু। মঙ্গলবার বিকাল ৫টায় রুপসীপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড দূর্গম রুপা পাড়ায় ডলু ঝিরিতে এই ঘটনা ঘটে। সে রুপা পাড়া এলাকার মেনথন মুরুং (৪৫) এর ছেলে।

নিখোঁজ লাংক্রিত মুরুং এর পিতা মেনথন মুরুং জানায়, পাহাড় থেকে কাটা বাশঁ বাধতে বিকাল ৫টায় বাড়ির পাশে ডলু ঝিরিতে নামে বাবা ছেলে। এসময় হঠাৎ করে পাহাড় থেকে আসা পানিতে নিজেকে সামলাতে না পেরে ডুবে যায় লাংক্রিত। অনেক খোজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে সে ডলু ঝিরি দিয়ে পানিতে ভেসে লামা খালে চলে এসেছে।

রুপসী পাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা অনেক লোকজন লাগিয়েছি ছেলেটিকে খুজঁতে। এখনো পাওয়া যায়নি। এতক্ষণে হয়ত সে বেচেঁ নেই।

পাঠকের মতামত: