ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

লামায় পুলিশি অভিযানে ৪ জামায়েত নেতা আটক

atok,মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের লামায় পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪জন নেতাকে আটক করেছে বলে জানায় আটককৃতদের পরিবারের সদস্যরা। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে লামা বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, আব্দুল মোনায়েম(৫০) পিতা- নেজাদুল হক, ইব্রাহিম কাজী(৩৮) পিতা- মৃত আবুল বাশার, নুর জামাল(৫৩) পিতা- মৃত আলী হোসেন ও মারুফ জোয়ারদার(২৩) পিতা- আজগর আলী।

আটক আব্দুল মোনায়েম বাংলাদেশ জামায়াতে ইসলামীর লামা উপজেলা শাখার আমির এবং লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক। অন্যান্যরা জামায়েত ও শিবিরের সমর্থক, সাবেক ও বর্তমান নেতা।

আটককৃতদের পারিবারিক সূত্রে জানা যায়, সাপ্তাহিক বাজারবার হওয়ায় কোরবান ঈদের গরু কিনতে লামা বাজারে গেলে লামা থানার পুলিশ তাদের আটক করে।

জামায়েত নেতা আটক করা হয়েছে মর্মে লামা থানার অফিসার ইনচার্জ জানান, অভিযান চলমান আছে। এই মুহুর্তে কয়জন আটক বা তাদের কোন প্রকার তথ্য দেয়া যাবেনা।

পাঠকের মতামত: