ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

আলীকদমে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

ববক্যাপশন ঃ আলীকদমে সেনা অভিযানে উদ্ধরকৃত অস্ত্র ও সরঞ্জামাদি।

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :::

গতকাল শনিবার রাতে বান্দরবানের আলীকদম উপজেলার আমতলী মুরুং পাড়া এলাকা থেকে দুটি এসবিবিএল বন্দুকসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেনা অভিযানে উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে ২টি এসবিবিএল বন্দুক, নগদ টাকা, চশমা, জলপাই রঙ্গের ইউনিফর্ম ও রাবারের তৈরি গুলতি ছাড়াও নিত্য ব্যবহার্য জিনিসপত্র।

শনিবার বিকেলে ৪/৫ জনের একটি পাহাড়ি সন্ত্রাসীগ্রুপ আলীকদম সেনানিবাস হইতে ৭ কিলোমিটার দুরে আমতলী মুরু পাড়ার কাছাকাছি অবস্থান নেয়। খবর পেয়ে সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সে এলাকা থেকে বন্দুক ও সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী।

পাঠকের মতামত: