ঢাকা,শনিবার, ১৮ মে ২০২৪

ঈদগড় বন্য হাতির আক্রমণে বৃদ্ধা নিহত

hati...মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :

কক্সবাজার রামু উপজেলার ঈদগড় পূর্ব হাসনাকাটা নতুন পাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে এক মহিলা নিহত হয়েছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, পূর্ব হাসনাকাটা নতুন পাড়া এলাকার মৃত আবদু শুক্কুরের স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছলেমা খাতুন (৬০) ২৮ জুন রাত প্রায় সাড়ে ১১টার দিকে ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী নুরুল ইসলামের বাড়ির সামনে গেলে রাতের আঁধারে বন্য হাতির কবলে পড়ে। ঐ বাড়িতে কেউ না থাকায় হাতির কবল থেকে তাকে রক্ষা করা সম্ভব হয়নি এবং রাত থেকে সকাল পর্যন্ত মৃত দেহটি ঐখানে পড়ে থাকে। পরে সকাল বেলা এলাকার লোকজন চলাচল করতে গিয়ে তাকে এ অবস্থায় দেখতে পায়। উল্লেখ্য, বন্য হাতি উপরোক্ত বৃদ্ধা ছলেমা খাতুনকে শুড় ও পা দিয়ে ব্যাপকভাবে আঘাত করে এবং চাপা দিয়ে মেরে ফেলে বলে নিহতের ছেলে আহমদুর রহমান এবং জামাতা আবুল বশর জানান। আইনী প্রক্রিয়া ও জানাযা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে তাকে দাফন করা হয়। পুলিশ ও বনবিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাঠকের মতামত: