ঢাকা,রোববার, ২৮ এপ্রিল ২০২৪

চলবে কক্সবাজার-রেজু-টেকনাফ

কক্সবাজারে চালু হলো ছাদখোলা ট্যুরিস্ট বাস

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ::
পাহাড়–সমুদ্রের মিতালী পর্যটকদের দেখতে এবার কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভে চালু করা হয়েছে ছাদখোলা ট্যুরিস্ট বাসের।

কক্সবাজার জেলা প্রশাসন মেরিন ড্রাইভে গতকাল শনিবার থেকে বাস দুটি সংযোজন করেছে। গত শুক্রবার লাল–সবুজ রঙের ছাদখোলা বাস দুটি কক্সবাজার আনা হয়। ট্যুরিস্ট বাস লেখা বিআরটিসির এই বাস দুটিতে কক্সবাজারের আকর্ষণীয় পর্যটন স্পটগুলোর ছবি লাগানো হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. ইয়ামিন হোসেন জানান, জেলা প্রশাসন ছাদখোলা ট্যুরিস্ট বাস দুটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে লিজ নিয়েছে।

বাস দুটো জেলা প্রশাসন পরিচালনা করবে। তিনি বলেন, কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট থেকে পর্যটক নিয়ে ট্যুরিস্ট বাসটি রেজুখাল ব্রিজ পর্যন্ত যাবে। এরপর তাদের তুলে দেওয়া হবে ব্রিজের অপরপ্রান্তে অবস্থান করা অপর ট্যুরিস্ট বাসে।

ওই বাস মেরিন ড্রাইভের টেকনাফ পর্যন্ত চলাচল করবে। পর্যটকরা বাসে করে মেরিন ড্রাইভের পর্যটন স্পটগুলো ঘুরে ঘুরে দেখবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, একটি বাসে ৫৫ জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। নানা সুযোগ–সুবিধা সংবলিত এই ট্যুরিস্ট বাস দুটি পর্যটকদের বিনোদনে বাড়তি মাত্রা যোগ করবে।

পাঠকের মতামত: