ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, পুরস্কার বিতরণ

মহান স্বাধীনতা দিবসে চকরিয়া উপজেলা প্রশাসনের বিনম্র শ্রদ্ধা

এম জিয়াবুল হক, চকরিয়া ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় নানা কর্মসুচি পালিত হয়েছে। ২৬ মার্চ রোববার সকালে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার মধ্যদিয়ে দিবসের সুচনা করা হয়।

চকরিয়া বিমানবন্দরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ কালে উপস্থিত ছিলেন কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো রাহাত উজ জামান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, উপজেলা আওয়ামী লীগ নেতা পরিমল বড়ুয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরহান মাহমুদ রুবেল, সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিব । এছাড়াও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে একইদিন বেলা এগারোটার দিকে চকরিয়া উপজেলা পরিষদের পাশে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্যারেডগ্রাউন্ডে কুচকাওয়াজ ও অভিবাদন অনুষ্ঠিত হয়। এসময় প্যারেডগ্রাউন্ডে সালাম গ্রহন করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম,চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী।
প্যারেডগ্রাউন্ডে কুচকাওয়াজ প্রদর্শন করেন চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব কুমার সরকার এর নেতৃত্বে পুলিশ দল। একইসময়ে অভিবাদন জানান চকরিয়া ফায়ার স্টেশনের কর্মী বাহিনী ও আনসার বাহিনীর একটি দল। এসময় সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্যারেডগ্রাউন্ডে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

একইদিন বিকালে চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। তার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন
কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো রাহাত উজ জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী আবু মোহাম্মদ বশিরুল আলম, সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাবিলদার (অব) মোহাম্মদ উল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন।
মহান স্বাধীনতা দিবসের দিনব্যাপী অনুষ্ঠান শেষে চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

পাঠকের মতামত: