ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

লামায় সেনা অভিযানে ১৪০ টুকরা সেগুন কাঠ জব্দ

aaমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

লামায় অভিযান চালিয়ে ১৪০ টুকরা অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। সোমবার দিবাগত গভীর রাত রুপসীপাড়া ইউনিয়নের দরদরী বড়–য়া পাড়া সংলগ্ন লামা খাল থেকে পাচারকালে এই কাঠ জব্দ করা হয়। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে লামা বন বিভাগের কাছে কাঠ গুলো হস্তান্তর করে সেনাবহিনী।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রুপসীপাড়া সেনা ক্যাম্পের সার্জেন্ট ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রুপসীপাড়া ইউনিয়নের দরদরী বড়–য়া পাড়া সংলগ্ন লামা খাল থেকে পাচারকালে ১৪০ টুকরা বা ১৩২ ফুট সেগুন কাঠ আটক করে। জব্দকৃত কাঠগুলো ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে লামা বন বিভাগের কাছে হস্তান্তর করে।

কাঠ জব্দের সত্যতা নিশ্চিত করে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ বলেন, সেনাবাহিনীর একটি চৌকস টিম সোমবার রাতে কাঠ গুলো জব্দ করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।

পাঠকের মতামত: