মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ
বান্দরবানের লামার সরই এলাকায় ২১ সেপ্টেম্বর বুধবার ভোর রাতে সেনা অভিযানে পাইক্কা মুরুং(৫৫) নামে এক হত্যা মামলার আসামীকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে ১টি এসবিবিএল বিদেশী বন্ধুক ও ৪রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক পাইক্কা মুরুং ১ জানুয়ারী ২০০৭ সালের লামা থানায় দায়ের করা তনকল মুরুং হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর বুধবার ভোর রাত ৪টায় সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঢেঁকিছড়া এলাকায় সেনাবাহিনীর ১টি টিম অভিযান চালায়। অভিযান চালিয়ে ঢেঁকিছড়া এলাকার তনকল মুরুং হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী পাইক্কা মুরুংকে ১টি অস্ত্র ও ৪রাউন্ড গুলিসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে তাকে লামা থানায় সোর্পদ করে। উদ্ধার করা অস্ত্রটি পাইক্কা মুরুং এর বাবা মৃত নিলাঅং মুরুং নামে লাইসেন্স থাকলেও ১৯৯৩সালের পর থেকে তা নবায়ন করা হয়নি।
অস্ত্র গুলিসহ আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক অপু বড়–য়া বলেন, পাইক্কা মুরুং ২০০৭ সালের তনকল মুরুং হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী।
পাঠকের মতামত: