ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

লামায় কার্ভাট ভ্যান উল্টে আহত ২

%e0%a7%8d%e0%a7%8dমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের লামায় চকরিয়া-লামা সড়কে বিসমিল্লাহ পরিবহনের একটি কার্ভাট ভ্যান উল্টে ২জন আহত হয়েছে। ২৫ সেপ্টেম্বর রোববার সকাল ৭টায় লামা-চকরিয়া রোডের মিরিঞ্জা পাহাড় নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। আহতরা হল, ড্রাইভার নানু মিয়া(৬০) ও হেলফার মো. জাগের (২৮)।

সরজমিনে গিয়ে জানা যায়, পার্শ্ববর্তী আলীকদম উপজেলার পানবাজার মিশন এলাকার একটি সরকারী স্কুল নির্মাণের নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় লামার মিরিঞ্জা এলাকায় গাড়ীটি উল্টে যায়। এসময় গাড়ীর ড্রাইভার নানু মিয়া, পিতা- মৃত সামশু, গ্রাম মিরপুর ঢাকা ও হেলফার মো. জাগের, পিতা- মৃত আজগর মন্ডল, মিরপুর ঢাকা গুরুতর আহত হয়। ড্রাইভারের অদক্ষতার কারণে এই দূর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যেক্ষদর্শীরা জানায়। আহতদের লামা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনায় পতিত কার্ভাট ভ্যানটি বিসমিল্লাহ পরিবহনের। গাড়ী নাম্বার ফিরোজপুর ট- ১১-০০৮৭।

লামা হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার উহ্লা ওয়াং মার্মা জানান, হেলফার মো. জাগের এর অবস্থা আশংকাজনক। সে কোমরে প্রচন্ড আঘাত পেয়েছে। ড্রাইভার নানু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

পাঠকের মতামত: