ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

লামার ইয়াংছা-কাঁঠালছড়া ত্রিপুরাপাড়া সড়ক সংস্কারের দাবীতে মিছিল

লামা প্রতিনিধি :: বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা-কাঠাঁলছড়া সড়ক সংষ্কার দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন কাঁঠালছড়া ত্রিপুরা পাড়াবাসী। গুটি গুটি বৃষ্টি উপেক্ষা করে রবিবার দুপুরে পাড়ার অর্ধশতাধিক নারী, পুরুষ ও স্কুল শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ইয়াংছা বাজার প্রদক্ষিণ শেষে ইয়াংছা মসজিদের সামনে এক সমাবেশে মিলিত হয়। এ সময় কর্তৃপক্ষের নিকট দ্রুত সড়কটি সংস্কারের দাবী জানান বিক্ষোভকারীরা।

সড়ক সংস্কারের দাবীতে মিছিলের সত্যতা নিশ্চিত করে কাঁঠালছড়া ত্রিপুরা কারবারী শিমন জালাই ত্রিপুরা বলেন, কাঁঠালছড়া ত্রিপুরা পাড়া ও সড়কের ইয়াংছা এলাকা থেকে অবৈধভাবে পাহাড় খুঁড়ে আহোরিত পাথর ভর্তি ট্রাক গাড়ি চলাচলের কারণে সড়কটি ভেঙ্গে খানাখন্দে ভরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে পাড়াবাসী বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে আছেন। তাই সড়কটি সংস্কারের দাবীতে পাড়াবাসী মিছিল করেছেন। গত এক বছর আগে পাড়াবাসীর দাবীর প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির একান্ত প্রচেষ্টায় সড়কটি নির্মাণ করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

পাঠকের মতামত: