রাঙ্গামাটি প্রতিনিধি :::
রাঙামাটি শহরের সরকারি মহিলা কলেজ সড়কে এই দ্বিতল ভবন কাপ্তাই হ্রদে ধসে পড়ে একই পরিবারের দু’জন সহ ৩ জন নিহত হয়েছে। এতে ওই ভবনের অন্তত চারটি পরিবারের ১০ জন সদস্য আটকা পড়েছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় পরিবারের দুটি পরিবারের দুই নারী, ২ পুরুষ এবং এক কিশোরীকে বের করে আনলেও বাকি অন্তত আরো ৬ জন ওই ভবনে আটকে থাকার দাবি করেছেন তাদের স্বজনরা। উদ্ধার হওয়াদের রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেনÑ জাহিদ (৪০) ও পিংকি (১০) ও হাবিবা (২২)। রাঙামাটি হাসপাতালের আরএমও মং ক্যাচিং সাগর তিনজনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে মহিলা কলেজ সড়কের হ্রদের পাড়ে দিকে অবস্থিত নঈমউদ্দিন টিটু নামের এক ঠিকাদারের মালিকানাধীন দ্বিতল ভবনটি দেবে যেতে শুরু করে। মাত্র ১০ মিনিট সময়ের মধ্যে ভবনটির নিচতলা পুরোই দেবে যায়। এসময় ভবনের দুটি ফ্লোরে অন্তত চারটি পরিবার আটকে পড়ে। তবে পার্শ্ববর্তী একটি নারিকেল গাছের কারণে ভবনের দ্বিতীয়তলা তলিয়ে যেতে বেশ সময় নিচ্ছিলো। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলো ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। তবে রাতের অন্ধকার হওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছিলো। এদিকে কাপ্তাই থেকে নৌবাহিনীর একটি টিম ঘটনাস্থলে দিকে রওনা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
ঘটনাস্থলে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান উপস্থিত থেকে উদ্ধার প্রক্রিয়া তদারকি করছেন।
পাঠকের মতামত: