মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান শহরের বাজারে অবস্থিত পৌর শপিং কমপ্লেক্সের কাছ থেকে দুই ইয়াবা ব্যবসায়ীকে অাটক করেছে গোয়েন্দা পুলিশ।
তারা হলো- কক্সবাজারের উখিয়ার রমজান অালী ও মো. সাইফুল। সন্ধ্যায় ইয়াবা বিক্রির উদ্দ্যেশ্য তারা বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল।
এসময় বিক্রির উদ্দ্যেশ্যে অানা ৫ শত ২০ টি ইয়াবা ট্যাবলেট তাদের কাছ থেকে জব্দ করেন ডিবি সদস্যরা।
ডি বি পুলিশের সাব ইন্সপেক্টর বিকাশ দে জানান, ফাঁদ পেতে ইয়াবা ব্যবসায়ীদের ইয়াবাসহ হাতেনাতে ধরা হয়েছে। তাদের সাথে অারো কেউ জড়িত কিনা খোঁজ নেয়া হচ্ছে। অাটককৃতদের বিরুদ্ধ মাদক অাইনে মামলা করা হবে।
পাঠকের মতামত: