ঢাকা,বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

নাইক্ষ্যংছড়ি সীমান্তে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিজিবির সমাবেশ

IFহাফিজুল ইসলাম চৌধুরী :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী চাকঢালা গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় হত্যা বন্ধে অবৈধভাবে বিচরণ প্রতিরোধ, মিয়ানমার নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক-অস্ত্র-পণ্য চোরাচালান প্রতিরোধসহ প্রভৃতি বিষয়ের উপর গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোমবার সকাল ১১টায় চাকঢালা এস.ই.এস ডিপি মডেল উচ্চবিদ্যালয় হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মো. তানভীর আলম খান। রামু ৫০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন চাকঢালা বিওপি এই সভার আয়োজন করে।

সমাবেশে বক্তব্য দেন রামু ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল গোলাম মনজুর সিদ্দিকী, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির প্রমূখ।

সমাবেশে অস্ত্র, মাদকসহ সকল অবৈধ ব্যবসা ও অনুপ্রবেশ ঠেকাতে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন, মানব পাচারকারী দালাল চক্রকে শনাক্ত করার পাশাপাশি জঙ্গি এবং সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের আহবান জানান বক্তারা।

 

 

পাঠকের মতামত: