ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমনে নিহত ১

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::
রামু উপজেলার গর্জনিয়ায় বন্যহাতির আক্রমনে এক মহিলা নিহত হয়েছে। ২৩ ডিসেম্বার (শনিবার) দিবাগত রাত গভীরে ইউনিয়নের পূর্ব থিমছড়ি নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত মহিলা হলেন- মৃত মোঃ কালুর স্ত্রী গুল সোনা খাতুন (৭০)।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
রামুর বাঁকখালী রেঞ্জ কর্মকতা তাওহিদ এলাহী জানান, লোকের মারফতে বিষয়টি শুনেছেন। তবে এই মূর্হুতে ঘটনা বিস্তারিত বলা যাচ্ছেনা।

স্থানীয় মেম্বার কবির আহম্মদ জানান, গভীর রাতে হাতির ডাক শুনে ঘুম ভেঙ্গে যায় বৃদ্ধা মহিলার। হঠাৎ ঘুমের ঘোরে ঘরের দরজা খুলে কিসের ডাক নিশ্চি করতে গিয়ে উঠোনে হাতিটি তড়িৎ গতিতে এগিয়ে এসে শুঁড়া আর পা দিয়ে আঘাত করলে ঘটনা স্থলে গুরুতর আহত হয়। মহিলার জ্বালা যন্ত্রণায় সুচিৎকারের খবর পেয়ে এলাকার লোকজন হাতিটিকে তাড়া করে । আহত মহিলাকে পার্শ¦বর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার উদ্যোশে নেওয়ার পথে মারা যান। পরে গ্রাম্য চিকিৎসককে দেখালে তিনি মৃত্যুর কথা নিশ্চিত করে পরিবারের সদস্যদের জানান।
আর এদিকে এলাকাবাসীরা জানান, বন্যাহাতির পাল বাকখাঁলী বন রেঞ্জ এর আওতাধী সংরক্ষিত বনাঞ্চলের পাশের গ্রামে চলে আসে। বন বিভাগের পক্ষ থেকে হাতি গুলো তাড়ানোর কোন ব্যবস্থা নেয়া হয়নি। এসব বন্য হাতির ভয়ে অনেকটা গ্রাম ছাড়া স্থানীয় বাসিন্দারা। গ্রামের বাড়িঘর ফসলাদি নষ্ট করছে হাতির পাল।
গ্রামবাসি জোট বেঁধে বন্যাহাতি গুলো তাড়াতে গেলে উল্টো হাতির দল গ্রামবাসীর উপর চড়াও হয়। এতে বর্তমান এলাকার মানুষ বন্যহাতির ভয়ে আতংকিত জীবন যাপন করছে।

পাঠকের মতামত: