নিজস্ব প্রতিেবদক :: কক্সবাজারের চকরিয়ায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ডেকোরেশন সামগ্রী বোঝাই ট্রলিতে থাকা দুই শ্রমিক। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা সেতুসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামাস্থ বাজার পাড়ার হারুণুর রশীদের ছেলে মোহাম্মদ রুবেল (২৮) ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিলাহাছুরা গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ সেলিম (২২)।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়ার কোনাখালী ইউনিয়নের এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে ট্রলিতে ডেকোরেশনের মালামাল নিয়ে পেকুয়ায় ফিরছিলেন রুবেল ও সেলিম। তাদের ট্রলিটি মরংঘোনা সেতুসংলগ্ন এলাকায় আসলে পেছন থেকে দ্রুতগতিতে আসা পানবোঝাই একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলিটি উল্টে গেলে নিচে চাপা পড়ে দুইজন ডেকোরেশন শ্রমিক নিহত হন। তন্মধ্যে একজন ট্রলিটি চালাচ্ছিলেন। পানবোঝাই পিকআপ ভ্যানটি মহেশখালী থেকে পেকুয়া হয়ে চট্টগ্রামে যাচ্ছিল। পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু ছালেক তার এলাকার দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
চকরিয়া থানার ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, শুক্রবার দিবাগত রাতে এবিসি আঞ্চলিক মহাসড়কের চকরিয়ার মরংঘোনায় সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পেছন থেকে ধাক্কা দেওয়া পানবোঝাই পিকআপ ভ্যানটি পালানোর সময় পেকুয়া থানার পুলিশ জব্দ করেছে। এই ঘটনায় আইনগত পদক্ষেগ গ্রহণ করা হবে।
পাঠকের মতামত: