চকরিয়ায় সংরক্ষিত বনের জমি থেকে ৮টি নতুন অবৈধ বসতি উচ্ছেদ করা হয়েছে। এসময় সদ্য নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে উদ্ধার করা হয়েছে অন্তত ৫ একর বনভূমি। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়ার ফাঁসিয়াখালী রেঞ্জের উচিতারবিল মৌজার ফতিহারঘোনা নামক এলাকায় বন রেঞ্জ অফিসার মেহেরাজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেছেন বনকর্মীরা। অভিযানের সময় রিংভং বনবিট কর্মকর্তা , রেঞ্জের স্টাফ, সিপিজি ও ভিলেজাররা উপস্থিত ছিলেন।
ফাসিয়াখালী রেঞ্জ অফিসার মো: মেহেরাজ উদ্দিন বলেন, সম্প্রতি সময়ে চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল এলাকায় বনভুমি অবৈধভাবে দখল করে একাধিক পলিথিনের ঘেরাবেড়া দিয়ে অবৈধ বসতি তৈরি করা হয়েছে।
এ অবস্থায় বিষয়টি নিশ্চিত হয়ে গতকাল বুধবার সকালে সেখানে অভিযান চালিয়ে সদ্য নির্মিত ৮টি অবৈধ বসতি ভেঙ্গে দিয়ে উচ্ছেদ করা হয়েছে।
তিনি বলেন, অভিযানের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আনুমানিক ৫ একর বনের জায়গা দখলমুক্ত করা হয়। একইসময় ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে আনুমানিক ৪৪ গজ জিআই তারসহ বিভিন্ন সরঞ্জামাদী।
ফাসিয়াখালী রেঞ্জ অফিসার মো: মেহেরাজ উদ্দিন বলেন, বনভূমি জবরদখল চেষ্টায় জড়িত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বন অপরাধ রোধে নিয়মিত অভিযান পরিচালনা চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।
পাঠকের মতামত: