ঢাকা,বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

কাল রোববার তিন পার্বত্য জেলায় হরতাল

hortalঅনলাইন ডেস্ক :::

বাঙালি ছাত্র পরিষদসহ ৫টি সমমনা সংগঠন রোববার খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। আজ শনিবার বাঙালি ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ বাতিলের দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও সমমনা ৫টি বাঙালি সংগঠন যৌথভাবে এ কর্মসূচির ঘোষণা করেন।

সমমনা সংগঠনগুলো হলো-পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য ছাত্র ঐক্য পরিষদ, সম অধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ,পার্বত্য গণপরিষদ।

হরতালের সমর্থনে শনিবার রাতে খাগড়াছড়ি পৌর শহরে বাঙালি ছাত্র পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এতে বক্তব্য রাখেন বাঙালি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মাসুম রানা ও সিনিয়র সহ-সভাপতি মাইনুদ্দীন।

পাঠকের মতামত: