আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদম উপজেলায় আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আনন্দ র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৯ নভেম্বর) বিকাল তিনটায় উপজেলা যুবলীগের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ‘সংগ্রাম ঐতিহ্য ও সাফল্যের ৪৮তম গৌরবময় প্রতিষ্ঠা বার্ষিকী সফল হউক স্বার্থক হউক’ শীর্ষক ব্যানারে এক আনন্দ র্যালী আলীকদম বাজার প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিকাল ৪ টায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম. কফিল উদ্দিন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়াামী লীগের সভাপতি এনুছা মারমা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রঞ্জন বড়ুয়া, যুবলীগের উপজেলাসহ সহ-সভাপতি ফয়েজ মিয়া, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজলো ছাত্রলীগের সভাপতি সৌরভ পাল ডালিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজান সর্দার, চৈক্ষং ইউনিয়ন যুবগলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আনিসুর রহমান চৌধুরী, নয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম প্রমুখ।
সভায় বক্তারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর নেতৃত্বে বান্দরবান আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ রাখতে যুবলীগ কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
পাঠকের মতামত: