আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: আলীকদমে চৈক্ষ্য ইউনিয়নের মংপাখই (মংলা) পাড়ায় কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার গবাদি পশু-পাখির বিনামূল্যে বিভিন্ন রোগের টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা মংচানু মার্মা, উপ-সহাকারী প্রাণি সম্পদ কর্মকর্তা থোয়াইনু মার্মা।
টিকাদান কর্মসূচী বাস্তবায়নে সহায়তা করেন কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের মাঠ সহায়ক ক্যথোয়াইপ্রু মার্মা ও জের্ভাস ত্রিপুরা। কারিতাস পেপ-সিএইচটি প্রকল্পের উপকারভোগী, গ্রামবাসী ও পাশের গ্রাম ভরির মুখসহ মোট ৫১ জনের ১৫০টি গরুর ক্ষুরারোগ, ১৭ টি ছাগলের পিপিআর ও ৭ টি শুকরের তড়কা রোগের সর্বমোট ১৭৪ টি গবাদি পশুকে টিকা প্রদান করা হয়েছে। টিকা প্রদানের পাশাপাশি চিকিৎসা সহায়তাও প্রদান করা হয়।
পাঠকের মতামত: