ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

লামায় মাদক বিরোধী অভিযান, আটক ২

mail.google.comমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

লামায় মাদক, ইয়াবা নিয়ন্ত্রণে ভ্রাম্যমান মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ। ২৩ আগষ্ট মঙ্গলবার বেলা ২টায় লামা বাজার ছোট নুনারবিল মার্মা পাড়ায় এই অভিযান চালানো হয়।

২৩ আগষ্ট লামা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক সভায় সাংবাদিক মো. শাহাব উদ্দিন, মো. ফরিদ উদ্দিন ও মুহাম্মদ কামালুদ্দিন নেশা, মাদক, ইয়াবা নিয়ে বক্তব্যের প্রেক্ষিতে এই অভিযান চালায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এসময় সাহারাজ উদ্দিন ইউছুপ(২৫) ও মো. আবুল কাসেম(৩৫) নামে ২জনকে নেশা গ্রহণকালে হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ বলেন, নেশার বিরুদ্ধে আমাদের অবস্থান অনেক কঠোর। যুব সমাজকে নেশার কাল থাবা থেকে মুক্ত রাখতে এধরনের অভিযান আরো পরিচালনা করা হবে। আটক ২জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ৭দিন বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

পাঠকের মতামত: