ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

লামায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

pic 19.08.16  (2)মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

লামা উপজেলার সবচেয়ে বড় খেলার আসর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৬ এর উদ্বোধনী ম্যাচটি ১৯ আগষ্ট শুক্রবার বিকালে চাম্পাতলী আনসার ব্যাটালিয়ান মাঠে অনুষ্ঠিত হয়েছে। নক আউট পদ্ধতি খেলায় ২টি গ্রুপে মোট ৬টি টিম অংশগ্রহণ করে। অংশগ্রহণকৃত দল সমূহ হল, চাম্পাতলী একাদশ, লাইনঝিরি সোসাইটি ক্লাব একাদশ, গজালিয়া একাদশ, মিরিঞ্জা ফাইটার্স লামা, শিলবুনিয়া একাদশ আলীকদম ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম (মিশন)।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী। লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদের সভাপতিত্বে খেলায় উদ্বোধক হিসেবে ছিলেন লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, লামা ৩৩ আনসার ব্যাটালিয়ান এর সহ-অধিনায়ক মিজানুর রহমান, কাউন্সিলর মো. ফরিদ মিয়া, মো. হোসেন বাদশা, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি মংক্যহ্লা মার্মা ও সাধারন সম্পাদক মো. সাইদুর রহমান সাঈদ সহ প্রমূখ।

উদ্বোধনী খেলায় মাঠের দু’দিকে অংশগ্রহণ করে চাম্পাতলী একাদশ বনাম ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম (মিশন)। এসময় খেলার দেখার জন্য লামা উপজেলার কয়েক হাজার মানুষ চাম্পাতলী মাঠে ভিড় জমায়। হাজারও মানুষের উপস্থিতিতে এক আনন্দঘন মূহুর্তের তৈরি হয়। উদ্বোধনী খেলায় ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম (মিশন) জয়লাভ করে।

পাঠকের মতামত: