ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

লামায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

লামা প্রতিনিধি :: স্বামীর সাথে অভিমান করে বান্দরবানের লামা উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে ইয়াছমিন আক্তার (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি লাইল্যারমার পাড়ায় এ ঘটনা ঘটে। ইয়াছমিন আক্তার লাইল্যারমার পাড়ার বাসিন্দা নুরুল হাকিমের স্ত্রী ও আবদুল মালেকের মেয়ে।

সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে বৃহস্পতিবার দিনগত রাতে ইয়াছমিন আক্তার ও স্বামী আবদুল হাকিমের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর ইয়াছমিন আক্তার অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে বাড়ী থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি গাছের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ইয়াছমিনকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্বজনেরা।

এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গৃহবধূ ইয়াছমিন আক্তারের আত্মহত্যার ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত: