ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

রাঙামাটিতে অপহৃত বিএনপি নেতার লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক ::  রাঙামাটির রাজস্থলী উপজেলায় আগের দিন অপহৃত বিএনপি নেতা দীপুময় তালুকদারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাবেক ইউপি চেয়ারম্যান দীপুময় তালুকদার (৪৫) ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য।

মঙ্গলবার বিকালে অজ্ঞাতপরিচয় একদল লোক তাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ পেয়েছিল পুলিশ।-বিডিনিউজ

রাজস্থলী থানার ওসি মফজল আহমেদ জানান, আজ বুধবার সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের জিরোমাইল এলাকায় দীপুময়ের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

মঙ্গলবার বিকালে পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে অপহরণের অভিযোগ করা হয়েছিল আমাদের কাছে। আমরাও বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিচ্ছিলাম। তারই মধ্যে আজ সকালে লাশ পাওয়া গেল।
কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহ আলম বলেন, দীপুময় নিজের ঠিকাদারি ব্যবসার কাজ শেষে ফেরার পথে চারজন অস্ত্রধারী তাকে অপহরণ করে যায় বলে আমরা গতকাল জেনেছিলাম। তাদের পরিচয় আমরা এখনও জানতে পারিনি।

দীপুময়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, জেলা বিএনপির জরুরি বৈঠক করে আমরা এ বিষয়ে কর্মসূচি দেব।

পাঠকের মতামত: