ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

প্রতারক পানি বিক্রেতাকে উচ্ছেদের দাবিতে মানববন্ধন

চকরিয়ায় মসজিদের নামে অর্ধকোটি টাকা আত্মসাৎ 

বুধবার(১৫ জানুয়ারী) সকাল ১০টায় নিজেকে কবিরাজ দাবি করা মোহাম্মদ হোছাইনের বাড়ির সামনে মানববন্ধনে বক্তারা আরো বলেন, নিজে কোনো টাকা নেয় না বলে মসজিদের দানবাক্স বসিয়ে সেখানে হাদিয়া দিতে বাধ্য করেন । মসজিদের নামে দানবাক্স বসানো হলেও কোনো মসজিদে টাকা দেয় না । তাছাড়া নিরাপত্তার নামের দৈনিক ৮-১০জন ভাড়াটিয়া লোক রাখেন বাড়িতে । গ্লাসে গান পাউডার দিয়ে পানিতে আগুন ধরাসহ বিভিন্ন আজগুবি কাজ করে সহজ-সরল মানুষের সাথে প্রতারণা করে। গ্রাম-গঞ্জ থেকে আসা নারীরা মোহাম্মদ হোছাইনের কদমে সিজদা দিতেও দেখা যায়।  এসবের প্রতিবাদ করলে স্থানীয়দের বিরুদ্ধে কয়েকটি মামলা করেন কবিরাজ মোহাম্মদ হোছাইন। এইঘটনায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চকরিয়া থানা বরাবর অভিযোগ দায়ের করেছেন বলে জানান স্থানীয়রা।

অভিযুক্ত মোহাম্মদ হোছাইন বৈদ্যের কাছে বক্তব্য নিতে বাড়িতে গেলে ঘরের দরজা বিতর থেকে বন্ধ করে দিয়ে বাড়িতে তিনি নাই বলে উত্তর দেন ।

এইব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বলেন, অভিযোগের ব্যাপারে আমি অবগত নয় । চিকিৎসার ব্যাপারে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে ।

পাঠকের মতামত: