প্রকাশ:
২০২৫-০১-১৮ ২৩:৫১:৪৩
আপডেট:২০২৫-০১-১৮ ২৩:৫১:৪৩
কক্সবাজারের চকরিয়ায় বিয়ের আট মাসের মাথায় স্বামীর হাতে ছুরিকাঘাতে তরুণী গৃহবধূ উম্মে হাফ্সা তুহি (১৮) খুনের ঘটনায় পাঁচজনের নামে মামলা রুজু হয়েছে। মামলায় আরও দু-তিনজনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে চকরিয়া থানায় মামলাটি রুজু করেন নিহতের বাবা সাংবাদিক আবদুল হামিদ। এ ঘটনায় পুলিশ এজাহারনামীয় এক নম্বর আসামি ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে।
মামলার বাদি সাংবাদিক আব্দুল হামিদ চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মজিদিয়া মাদ্রাসা গ্রামের বাসিন্দা। তিনি একুশে সংবাদ পত্রিকার চকরিয়া প্রতিনিধি।
মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, তরুনী গৃহবধূ ‘তুহি হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে চকরিয়া থানায় পাঁচজনের নামে মামলা করেছেন। মামলার প্রধান আসামি মেহেদীকে লামা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এজাহার সুত্রে জানা গেছে, মামলায় হত্যাকাণ্ডে জড়িত ঘাতক স্বামী শওকত হাসান মেহেদী ছাড়াও তাঁর বাবা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আজমুল্লাহপাড়ার আবুল হাশেম (৪৮), তার মা মমতাজ (৪২), বোন সুমাইয়া আক্তার (২০) এবং প্রতিবেশি আব্দুল হাকিম (৫৫) কে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনার ৬ ঘণ্টা পর বান্দরবানের লামা উপজেলা থেকে মামলার ১ নম্বর আসামি শওকত হাসান মেহেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতেই তাঁকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
চকরিয়া থানার ওসি মো: মনজুর কাদের ভূইয়া বলেন, গতকাল শনিবার দুপুরে গ্রেফতারকৃত মামলার প্রধান আসামি শওকত হাসান মেহেদীকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
আসামি মেহেদী ঘটনার বিষয়ে আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন। সেই আলোকে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই মোস্তাকিম হোসাইন আদালতের কাছে আবেদন করেছেন।
নামাজে জানাজায় হাজারো মানুষের ঢল
ঘাতক স্বামী কতৃক ছুরিকাঘাতে খুনের শিকার চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড ভাঙ্গারমুখ মজিদিয়া মাদরাসা এলাকার বাসিন্দা সাংবাদিক আবদুল হামিদের কন্যা উম্মে হাফসা তুহি (১৮) এর নামাজে জানাযা শোকাহত মানুষের ঢল নামে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় চকরিয়া পৌরসভার মজিদিয়া মাদরাসাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাযে জানাযার ইমামতি করেন দেশ বরেণ্য আলেমেদ্বীন মাওলানা আবুল কালাম আযাদ আযাহারী।
জানাযার মাঠে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির ও নিহতের পিতা সাংবাদিক আবদুল হামিদ প্রমুখ।
এসময় জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, জামায়াত নেতা সৈয়দ মুহাম্মদ রাসেল, স্থানীয় ওয়ার্ড জামায়াতের আমীর মো. এহসানুল হক, পৌর কাউন্সিলর বেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে লাশ দাফন করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজের সময় শ্বশুরবাড়িতে পুরুষ শূণ্যতার সুযোগ নিয়ে সম্প্রতি একটি পারিবারিক মনোমালিন্যকে কেন্দ্র করে নিজ স্ত্রী উম্মে হাফসা তুহিকে উপর্যোপরী ছুরিকাঘাতে হত্যা করে পাষণ্ড স্বামী মেহেদী হাসান। ঘটনার পর থেকে এলাকাসহ পৌরশহরের থমথমে পরিস্থিতি বিরাজ করলে পরিবার ও এলাকাবাসীর চাপের মুখে খুনিকে আটক করতে হন্যে হয়ে অভিযান পরিচালনা করে চকরিয়া থানা পুলিশ।
ওইদিন রাত আটটার দিকে ঘুরাঘুরি করার সময় লামা উপজেলা এলাকা থেকে স্থানীয় লোকজন ঘাতক মেহেদীকে চিনে ফেলে আটক করে লামা থানা পুলিশের হাতে তুলে দেন। পরে রাত ১২টার দিকে চকরিয়া থানা পুলিশ খুনি মেহেদী হাসানকে লামা থানা থেকে চকরিয়া থানায নিয়ে আসেন।
একই ঘটনায় ঘাতকের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহত উন্মে হাফছা তুহির মা পারভীন আক্তার। তিনি এখনো চমেক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
- চকরিয়ার দুই ইয়াবা পাচারকারী পটিয়ায় গ্রেফতার, মাইক্রোবাস জব্দ
- চকরিয়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে খুনের ঘটনায় ঘাতক স্বামী মেহেদীসহ ৫ জনের নামে মামলা
- চকরিয়ায় মসজিদে নামাজ পড়তে গিয়ে হার্ট অ্যাটাকে বৃদ্ধের মৃত্যু
- চকরিয়ায় স্ত্রী হত্যাকারী মেহেদী লামাতে আটক
- চকরিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী, সড়ক দুর্ঘটনায় যুবক ও সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- চকরিয়ায় স্বামীর চুরিকাঘাতে স্ত্রী নিহত, শ্বাশুড়ি আশংকাজনক
- মালুমঘাট সড়ক দূর্ঘটনায একজন নিহত
- মিলেমিশে চলছে সোনাদিয়া দ্বীপ ধ্বংসের প্রতিযোগিতা
- চকরিয়ায় আঞ্চলিক সড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের জালে
- চকরিয়ায় মসজিদের নামে অর্ধকোটি টাকা আত্মসাৎ
- নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতে চকরিয়ায় কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার বাড়ানোর তাগিদ
- মিলেমিশে চলছে সোনাদিয়া দ্বীপ ধ্বংসের প্রতিযোগিতা
- চকরিয়ায় পৌরশহরের তিনটি আবাসিক হোটেল ও চারটি রেস্টুরেন্টে অভিযান
- শীতের কম্বল দিতে বেড়িয়ে পড়েন চকরিয়ার মানবিক ইউএনও আতিকুর রহমান
- চকরিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
- মালুমঘাট সড়ক দূর্ঘটনায একজন নিহত
- পেকুয়ায় রব্বত আলী পাড়া সড়কে গাড়ি চলে না ২০ বছর!
- চকরিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী, সড়ক দুর্ঘটনায় যুবক ও সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- চকরিয়ায় আঞ্চলিক সড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের জালে
- কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী
- চকরিয়ায় স্বামীর চুরিকাঘাতে স্ত্রী নিহত, শ্বাশুড়ি আশংকাজনক
- কিশলয় শিক্ষা নিকেতন স্কুলে বিলুপ্ত কমিটির স্বাক্ষর নিয়ে বিল ভাউচার করার অভিযোগ
পাঠকের মতামত: