ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

অবশেষে চট্টগ্রাম সিটি নির্বাচন স্থগিত

নিউজ ডেস্ক ::  অবশেষে স্থগিত হলো চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন।  আজ শনিবার (২১ মার্চ) দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিতে অনুষ্ঠিত বৈঠক সূত্রে জানা গেছে, করোনভাইরাসের প্রভাবে ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনও স্থগিত করা হয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটির ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম।

৪১টি কাউন্সিলর ও ১৫টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদেও বিপরীতে দুই শতাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

পাঠকের মতামত: