ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

লোহাগাড়া রাজঘাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

লোহাগাড়া সংবাদদাতা ::  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল মন্নান (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচ যাত্রী আহত হয়।

আজ সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মন্নান ওই উপজেলার চরম্বা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দেওয়ান আলী সিকদার পাড়ার লায়লাবর বাড়ির বশির আহমদের ছেলে।

আহতরা হলেন, আমিরাবাদ ইউনিয়নের মাস্টার হাট এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে মামুনুর রশিদ (৩৪), পদুয়া ইউনিয়নের মাস্টার পাড়ার শাহ আলমের স্ত্রী ফরিদা ইয়াছমিন (৫০), একই ইউনিয়নের মাস্টার পাড়ার আবদুল হাকিমের ছেলে শাহ আলম (৬৩), ধলিবিলা এলাকার দানু মিয়ার ছেলে টেক্সি চালক কামাল উদ্দীন (৪০) ও আমিরাবাদ ইনিয়নের মাস্টার হাট এলাকার সাহেব মিয়ার ছেলে মো. রুবেল (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়ার মা-মণি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফুল হক।

জানা গেছে, কক্সবাজারমুখী ট্রাকের সাথে চট্টগ্রামমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে যাত্রীরা আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়ার মা-মণি হাসপাতালে নিয়ে যান। ওইখানে কর্তব্যরত চিকিৎসক আবদুল মন্নানকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, ঘটনাস্থলে টিম গিয়ে গাড়ি দুটি আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।

পাঠকের মতামত: