ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

নতুন মন্ত্রী পরিষদে শপথ নিতে যাচ্ছেন চট্টগ্রামের চারজন

চট্টগ্রাম অফিস ::

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে নিরস্কুশ বিজয় পাওয়ার পর নতুন মন্ত্রীসভার শপথ নিতে যাচ্ছেন চট্টগ্রাম থেকে স্থান পাওয়া চারজন। তারা হলেন- বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উ শৈ সিং, রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ, আনোয়ারা আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও কোতোয়ালী-বাকলিয়া আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। নওফেল প্রয়াত সাবেক সিটি মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলই সংসদে একমাত্র নতুন মুখ।

চার জনের মধ্যে বীর বাহাদুর উ শৈ সিং পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব, ড. হাছান মাহমুদ পেয়েছেন তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর দায়িত্ব। এ উপলক্ষে আজ রোববার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই মধ্যে তাদের দফতরও বণ্টন করে দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। ঘোষিত মন্ত্রিসভার তালিকায় চট্টগ্রাম অঞ্চল থেকে স্থান পেয়েছেন চারজন। টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করার ৭ দিনের মাথায় নতুন মন্ত্রীসভার সদস্যরা শপথ নিতে যাচ্ছে আগামীকাল সোমবার।

পাঠকের মতামত: