ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

যাত্রীবাহী বাসে ইয়াবা, চালক-হেলপার গ্রেপ্তার

চট্রগ্রাম প্রতিনিধি ::

ট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস থেকে ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‍্যাব- ৭)। এসময় বাস চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে কর্ণফুলী এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বাস চালক মো. শুক্কুর (৪৪) ও মো. ফারুক (২৯)। যাত্রীবাহী শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি শ্যামলী পরিবহনের বলে জানা গিয়েছে। এসময় তল্লাসি চালিয়ে বাস থেকে ৩৩ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাব-৭। র‍্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কর্ণফুলী এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়েছে। অভিযানে বাসের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৩ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে গ্রেপ্তার এবং বাসটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: