ঢাকা,শুক্রবার, ৩ মে ২০২৪

লোহাগাড়ার আলুরঘাট রোড চলাচল অযোগ্য

নিজস্ব সংবাদদাতা, লোহাগাড়া ::

লোহাগাড়ার জনগুরুত্বপূর্ণ আলুরঘাট রোডের এয়াকুব মাষ্টারের ব্রিজ থেকে পশ্চিম দিকে আলুরঘাট ব্রিজ পর্যন্ত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যার ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ভূক্তভোগীরা চলাচল করছেন।

স্থানীয়ভাবে জনপ্রতিনিধিরা উন্নয়নের জোয়ারের কথা ব্যাপকভাবে প্রচার করলেও আলুরঘাট রোডের এ অংশে উন্নয়ন হয়নি।
এলাকাবাসীরা স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন। কোন ফল হচ্ছে না বলে তাদের দাবি।

স্থানীয় যুবক মো. জকরিয়া জানান, তিনিও এ ব্যাপারে বিভিন্নস্থানে দেনদরবার করে চলেছেন। আশা করা হচ্ছে বর্ষা মৌসুমের আগেই রাস্তাটি সংস্কার করা হবে। নতুবা এটি বর্ষার পানিতে বিলীন হয়ে যাবে। উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানিয়েছেন, তিনিও বিষয়টি জেনেছেন। তবে তহবিলের অভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে না। জরুরি ভিত্তিতে সংস্কার ও মেরামতের ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: