ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ’র ঈদ পূনর্মিলনী

14291917_1289555784410424_753206268847685059_nপ্রেস বিজ্ঞপ্তি :

আনোয়ারা গহিরা উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় ঈদ পূনর্মিলনী ২০১৬ ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় । গত ১৪ সেপ্টম্বর বিদ্যালয় প্রঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিষদের সদস্য আবদুন নুরের কোরান তেলোয়াত ও দেলোয়ার হোসেন ও মোং মিজানের যৌথ সঞ্চালনায়, আহবায়ক আব্দুল জব্বার’র সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার গৌতম বাড়ৈ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের নির্বাচিক চেয়ারম্যান জনাব জানে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মেজবাহ উদ্দীন চৌঃ জাহেদ, সাবেক চেয়ারম্যান জনাব নুরুন্নবী, এডভোকেট আজিজুল হক। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ফরিদুল কবির, ইকবাল হোসেন সিপু, আবদুল মাবুদ, মাষ্টার আব্দুর রহিম,মাষ্টার আবদুল জাব্বার। প্রাক্তন ছাক্র পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক বজলুল হক, আলী আকবর বাবু, ঝিনুক আরিফ, আবু সাদেক সিটু, নুরুল আবছার সবুজ, ফজলুল হক মুনির, মোঃ আবু সাঈদ, শহিদুল ইসলাম, সজীব তালুকদার,মোং আলমগীর, হেলাল প্রমুখ। বক্তারা বলেন- সমাজ পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে ছাত্রছাত্রীরা। সমাজে সুশিক্ষা ছড়িয়ে দিতে পারলে ইভটিজিং সহ বিভিন্ন নির্যাতন রোধ করা সম্ভব। নদী ভাঙ্গন, যাতায়াত সমস্যা, ইয়াবা পাচার সহ ইউনিয়নের প্রতিয়মান সমস্যা নিরসনে ছাত্র সমাজের ভূমিকা অপরিহার্য। বক্তারা দলমত নির্বিশেষে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। চেয়ারম্যান জানে আলম তার বক্তব্যে বলেন- মদ, জোয়া, ইয়াবা প্রতিরোধে জনমত গড়ে তুলুন। যারা এইসব কাজে সম্পৃক্ত তাদের নামের তালিকা তৈরি করুন। তাদের আইনের আওতায় এতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এব্যাপারে তিনি প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণ সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন- যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাত্র সমাজকে সজাগ থাকতে হবে। এবং ছাত্রী উত্ত্যক্ত কারীদের কঠোর শাস্তির হুশিয়ারী দেন। পরে অতিথিরা ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মোট ৫৭ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।

 

পাঠকের মতামত: