ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ধর্ষণ মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

ফেনী প্রতিনিধি :::

indexবিচার প্রার্থী এক বিধবাকে বাসায় আটকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তা ও তার সহযোগিতাকারি থানার রাইটারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে ফেনীর দাগনভূঞায় এ ঘটনা ঘটে।

নিযাতিতা ওই নারী জানান, রোববার সকালে পারিবারিক একটি সমস্যা নিয়ে অভিযোগ দিতে থানায় যান। তার কথা মতো রাইটার আবদুল মান্নান অভিযোগ লিখে তাকে নিয়ে থানার সামনে  জামান টাওয়ারে নিয়ে যায়। সেখানে এএসআই দেলোয়ারের কক্ষে তাকে রেখে কৌশলে সরে পড়েন।

বিধবার অভিযোগ, একপর্যায়ে দেলোয়ার দরজা আটকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তাৎক্ষণিক দৌড়ে এসে বিষয়টি ওসিকে অবহিত করলে তিনি রাইটার মান্নানকে আটক করেন।

এ ঘটনায় নির্যাতিতা বিধবা এএসআই দেলোয়ার ও রাইটার মান্নানের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে থানায় মামলা করেছেন।

এদিকে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নির্যাতিতার বাড়ি দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে।

সোমবার ফেনী আধুনিক সদর হাসপাতালে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য নেয়া হয়েছে।

এদিকে ঘটনাটি শোনার পর ওইদিন সন্ধ্যায় সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো: আমিরুল আলম দাগনভূঞা থানায় গিয়ে সরেজমিন তদন্ত করেন।

ওসি মো: আসলাম উদ্দিন এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ দুইজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: