ঢাকা,শনিবার, ১৮ মে ২০২৪

পেকুয়ায় মা-ছেলের দায়ের কোপে আহত পিতার চমেক হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের পেকুয়ায় মা এবং ছেলের দায়ের কোপে আহত বাবা মো. ইব্রাহিম (৫০) ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সোমবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে গত ২৮ সেপ্টেম্বর সকাল ৭টায় পারিবারিক কলহের জেরে মা ও ছেলে ইসমাইলের দায়ের কোপে আহত হন ইব্রাহিম।

মোহাম্মদ ইব্রাহিম পেকুয়া বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী এবং পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দরদরি ঘোনা এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন নগরীর পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান। তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১২ দিন পর আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ তাজ উদ্দিন জানান, গত ৫ অক্টোবর মো. ইব্রাহিম বাদী হয়ে তার ভাইয়ের মাধ্যমে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলাটি এখন হত্যা মামলা হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকের মতামত: