ঢাকা,রোববার, ১৯ মে ২০২৪

রামুতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজা

খালেদ হোসেন টাপু, রামু ::
রামুতে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৫ অক্টোবর) বিকেল ৪ টায় রামু ফকিরা বাজারে পূর্ব পাশে বাঁকখালীর তীরে রামু উপজেলা প্রতিমা বিসর্জন উদযাপন পরিষদের সভাপতি সুজন শর্মা সভাপতিত্বে প্রতীমা নিরঞ্জন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তাফা।
তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু বাঙালি হিন্দু সম্প্রদায়ের জন্য নয়, এটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনায় জাতীয় ঐক্যের একটি মহামিলনোৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সকল ধর্মের মানুষের সহবস্থান রয়েছে। বিশ্বে এ এক অনন্য ইতিহাস। তিনি আরো বলেন, দীর্ঘকাল থেকে রামুতে উৎসব মূখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। দুর্গাপূজার সার্বজনীন আবেদনে মানুষে মানুষে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার যে চর্চা বিরাজমান, সে চর্চায় সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন তৈরী করে।
এতে বিশেষ অতিথি ছিলেন রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন, রামু ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, রামু কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন মল্লিক সাধারণ সম্পাদক চন্দন দাশ গুপ্ত, উপদেষ্টা মাস্টার সুনীল শর্মা ননী গোপাল দে, রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রকাশ সিকদার, আজিজুল হক আজিজ মেম্বার,মোঃ ইউনুছ মেম্বার, বিপুল বড়ুয়া আব্বু মেম্বার, রামু সর্বজনীন কালী মন্দির পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি রুপন ধর, সাধারণ সম্পাদক শ্যামল মল্লিক, রামু বাজার সর্বজনীন দুর্গা পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি যীসু রুদ্র সাধারণ সম্পাদক শান্ত দে, রামু শ্রীকুল সর্বজনীন দুর্গা পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি ছোটন কান্তি দে, সাধারণ সম্পাদক রাজীব ধর, তেমুহনী সর্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি তড়িৎ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মিঠুন দত্ত, নাথপাড়া শ্রী শ্রীকৃষ্ণ মন্দির পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি উজ্জ্বল নাথ, সাধারণ সম্পাদক পিপল নাথ প্রমুখ।
সভার শুরুতে চন্ডি পাঠ করেন রামু সার্বজনীন কেন্দ্রীয় কালি মন্দিরের প্রধান পুরোহিত সজল ব্রাহ্মন চৌধুরী।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিসর্জন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মল্লিক।
এদিকে উমখালী পশ্চিম দর পাড়া বাঁকখালী তীরে অনুষ্ঠিত বিসর্জন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু নেতা বিজয় ধর।
এতে উপস্থিত ছিলেন দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, আমীর হামজা মেম্বার, ইউপি সদস্যা মিনু আরা বেগম, সজল ধর, তপন ধর, রবীন্দ্র ধর, জেকি ধর, রূপন ধর সুরঞ্জন ধর, সুজিত ধর, খোকন ধর প্রমুখ।
অন‍্যদিকে রাজারকুল পাল পাড়া ঈশান পালের বাড়ির নিজস্ব পুকুরে বিষ্ণু মন্দির ও পাল পাড়া দুর্গা মন্দির ২টি প্রতিমা বিসর্জন দেওয়া হয় বলে বিষ্ণু মন্দির পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি পলাশ পাল জানান।
এছাড়া রামু উত্তর ফতেখাঁরকুল সামাজিক পুকুরে বনিক পাড়া মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
রামু উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন মল্লিক জানান রামু ফকিরা বাজারের পূর্ব পাশে বাঁকখালী নদীতে ৫টি, উমখালী বাঁকখালী নদীতে ৪টি, রাজারকুল ২টি, উত্তর ফতেখাঁরকুল সামাজিক পুকুরে ১টি এবং কক্সবাজারে ৯টি মোট ২১ টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
তিনি কড়া নিরাপত্তা বলয়ের মধ‍্য দিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় দূর্গা উৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, রামু ইউএন, ওসি, আনসার, বিজিবিসহ রামুর সকল সম্প্রদায়ের ধন্যবাদ জানান।

পাঠকের মতামত: