ঢাকা,রোববার, ১৯ মে ২০২৪

আলীকদম জোন কমাণ্ডারের পুজা মণ্ডপ পরিদর্শণ

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সাব্বির হাসন উপজেলার পূজা মন্ডপসমূহ পরিদর্শন করেছেন। গত মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) আলীকদম কেন্দ্রীয় হরি মন্দির, রণজিৎ মহাজন পাড়া লোকনাথ মন্দির, বণিক পাড়া হরি মন্দিও পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জোন কমাণ্ডার লেঃ কর্ণেল সাব্বির হাসান বলেন, পাশাপাশি অবস্থানরত ধর্মীয় সম্প্রদায়গুলোর বিভিন্ন উৎসব পালনে আলীকদম সেনা জোন সার্বক্ষণিক পাশে থাকবে। ধর্মীয় উৎসব পালনে সহনশীতা পারস্পারিক সম্পর্ককে দৃঢ় করে। তিনি আরো বলেন, আলীকদম উপজেলায় বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর উৎসব পালনে সেনা জোনের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ তানভীর জামান, পূজা উদযাপন কমিটির সভাপতি অমল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য দুংড়ি মং মার্মা জেলা পরিষদ সদস্য ও সাধারণ সম্পাদক), আলীকদম সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন, বশির উদ্দিন মেম্বার, নুরুল ইসলাম ও পূজা উদযাপন কমটির সদস্যগণ।

 

পাঠকের মতামত: