ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

সোহরাওয়ার্দীতে বিএনপি কর্মীদের ঢল

image_154418_0নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা: মহান মে দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে জনতার ঢল নেমেছে।

রোববার বিকেলে সোহরাওয়ার্দীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

দীর্ঘদিন পর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সুযোগ পাওয়ায় বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সমাবেশ অংশ নিতে সকাল থেকেই ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা।

এদিকে, মে দিবসের শ্রমিক দলের সমাবেশের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল চারটায় সমাবেশস্থলে পৌঁছাবেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার বক্তব্যে কী থাকতে পারে- এ প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “ম্যাডামের বক্তব্যের মধ্যে বাংলাদেশের পেশাজীবী এবং কর্মজীবী মানুষদের যে অধিকার, ন্যায্য পাওনা নিয়ে কথা বলবেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশে চলা গুম-খুন-নির্যাতন, গুপ্ত হত্যা, জঙ্গি নামে যে হামলার বিস্তৃতির বিরুদ্ধে কথা বলবেন।”

একই সঙ্গে রিজার্ভ চুরি এবং সকল অনাচার-অবিচার, দুর্নীতি এবং প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৩০০ মিলিয়ন ডলার জমা রয়েছে ব্যাংকে, বিভিন্ন জায়গায়, সে সম্পর্কিত তথ্য নিয়েও বক্তব্য দিতে পারেন বলে ধারণা করছেন যুগ্ম মহাচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

পাঠকের মতামত: