ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার হলেন কক্সবাজারের সন্তান এ এম এম নাসির উদ্দীন

নিজস্ব প্রতিবেদক ::  বাংলাদেশ সরকারের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার সন্তান অবসরপ্রাপ্ত সচিব এ.এম.এম নাসির উদ্দিন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২১ নভেম্বর (বৃহস্পতিবার) তার সাংবিধানিক ক্ষমতা বলে এ নিয়োগ দিয়েছেন। একইসঙ্গে আরও চার নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন তিনি।

নাসির উদ্দিন কুতুব‌দিয়ার বড়‌ঘোপের ঐতিহ্যবাহী মৌলভী বা‌ড়ির সন্তান। তার পিতা মরহুম তা‌লেব উল্লাহ ছি‌লেন কক্সবা‌জেরর অন্যতম শিক্ষাগুরু।
এ.এম.এম নাসির উদ্দিন বিসিএস (প্রশাসন) ১৯৭৯ ব্যাচের নিয়মিত একজন কর্মকর্তা। ২০০৫ সাল থেকে ২০০৭ সালে ১০ অক্টোবর পর্যন্ত সচিব পদে কর্মরত ছিলেন।  ওই সময়কাল পর্যন্ত তিনি জ্বালানি ও খনিজ সম্পদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে সচিব পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ সালের জানুয়ারিতে অবসরে যান।

পাঠকের মতামত: