ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ , আহত ২

acdanচট্টগ্রাম প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবু তাহের (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বাপন শীল (৩৫)ও মোহাম্মদ সাগর (৩০)। গত ২৫ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টায় সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওবাইদিয়া সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাটের উত্তরে ওবাইদিয়া সড়ক এলাকায় কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলকে পিছন দিক হতে একটি পিকআপ গাড়ী জোরে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহীরা পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম শহরের বাকলিয়ার তুলাতুলি এলাকার বাসিন্দা আবু সাঈদের ছেলে আবু তাহের (৪৫) ঘটনাস্থলে মারা যায়। এসময় বাপন শীল (৩৫) ও মোহাম্মদ সাগর (৩০) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এব্যাপারে সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার মোঃ শাহজালাল বাবুল সড়ক দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন উক্ত ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন

পাঠকের মতামত: