ঢাকা,রোববার, ২৪ নভেম্বর ২০২৪

তিন দফা দাবিতে মাঠে নেমেছেন ইউপি সচিবরা

বৈষম্য বিরোধী দাবী বাস্তবায়ন সমন্বয় কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণের দাবী আদায়ের লক্ষ্যে ২৪ আগস্ট শনিবার বিকেলে ৩১/ডি, তোপখানা রোডস্থ হোটেল রয়েল প্যালেস প্রাঃ লি: এর কনফারেন্স হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী দাবী বাস্তবায়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মোঃ মাহাবুব আলম মোল্লা। সদস্য সচিব মোঃ আবদুল্লাহ আল মমিন এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী দাবী বাস্তবায়ন সমন্বয় কমিটির মীর বারেক (ঢাকা), হাসানুর জামান (দিনাজপুর), চন্দন কুমার দাস (কুমিল্লা) এবং দাবি বাস্তবায়ন কমিটির সকল জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ মাহবুব আলম মোল্লা বলেন, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদের ন্যায় ইউনিয়ন পরিষদের সচিব পদের পদনাম নির্বাহী কর্মকর্তা করতে হবে। ইউনিয়ন পরিষদের সচিবের বর্তমান পদনাম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ), সংশোধিত আইন-২০২৪ এ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা করা হয়েছে যা চরম বৈষম্যমূলক। নির্বাহী কর্মকর্তা পদবীর সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন স্কেল ৯ম গ্রেড প্রদান করতে হবে। চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরসহ ডেপুটেশনে সরকারি কর্মকর্তা হিসেবে ইউনিয়ন পরিষদে পদায়ন করতে হবে। দাবি ও সংস্কার সমূহ অবিলম্বে বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ না করলে বৈষম্যবিরোধী ইউনিয়ন পরিষদ, প্রশাসনিক কর্মকর্তা সমিতি অবিলম্বে সময়োপযোগী কর্মসূচি রাজপথে পালন করবে।
২৫ আগস্ট ২০২৪, রবিবার জাতীয় প্রেসক্লাবে ঘোষিত অবস্থান কর্মসূচি দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে মানবিক বিবেচনায় আপাতত স্থগিত করা হয়।

পাঠকের মতামত: