ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় “হডে” শিল্পী সংস্থার অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

hodeপ্রেস বিজ্ঞপ্তি :

চট্টগ্রামের লোহাগাড়ায় গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী ও যন্ত্রশিল্পী কল্যাণ সংস্থা “হডে” এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা পরিষদস্থ স্মৃতিসৌধ প্রাঙ্গণে গত ২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় টায় শুরু হয়। প্রথম পর্বে শিল্পী সংস্থার অভিষেক অনূষ্ঠান ও দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনূষ্ঠান রাত ১ টা পর্যন্ত চলে।

অভিষেক অনূষ্ঠান শিল্পী সংস্থার উপদেষ্টা দৈনিক ইত্তেফাকের লোহাগাড়া সংবাদদাতা অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান ও সংবর্ধিত অতিথি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম কথাশিল্পী হরিশংকর জলদাস এবং আরেক সংবর্ধিত অতিথি ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী হালিমা খান ( বেলা খান)। প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান। সংস্থার সদস্য লাইলা বিলকিছের উপস্থাপনায় এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক রুপন কান্তি নাথ, ডা: প্রত্যুষ শংকর, নিজাম উদ্দীন আহমদ চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিবাস দাস সাগর, সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুুরী ও আমিরাবাদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী প্রমূখ। পরে সংস্থার উদ্যোগে কবি গান, কাওয়ালী গান এবং বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

পাঠকের মতামত: