ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

লামায় মোটর সাইকেল ও ট্রলি গাড়ি সংঘর্ষে নিহত ১

মো. নুরুল করিম আরমান, লামা ::   বান্দরবানের লামা উপজেলায় মোটর সাইকেল ও তিন চাকার ট্রলি গাড়ির মধ্যে সংঘর্ষে মো. জালাল উদ্দিন (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার লামা-সুয়ালক সড়কের সাফমারা ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটর সাইকেল চালক আবদুর শুক্কুরও আহত হয়েছেন। নিহত মো. জালাল উদ্দিন পৌরসভা এলাকার টিটিএন্ডডিসি গ্রামের বাসিন্দা ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফরিদ উদ্দিনের ছেলে।

সূত্র জানায়, আবদুর শুক্কুরসহ মো. জালাল উদ্দিন একটি মোটর সাইকেল যোগে সড়কের ব্রিকফিল্ড এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে ফিরছিলেন। এ সময় সাফমারা ঝিরি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি গাড়ির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে থাকা দুই জনেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেুøক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মো. জালাল উদ্দিনকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে জালাল উদ্দিন মারা যায়।

মোটর সাইকেল ও ট্রলি গাড়ির সংঘর্ষে মো. জালাল উদ্দিনের মৃত্যুর সত্যতা লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: