ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

লামায় বজ্রপাতে নিহত ১, আহত ১

bojrমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের লামা রুপসীপাড়া ইউনিয়নে বজ্রপাতে মোঃ ফারুক(২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১১ জুন শনিবার সন্ধ্যা ৭টায় মাতামুহুরী নদীর পইজ্জাখোলা নৌকার ঘাট পারাপারের সময় এই ঘটনা ঘটে ও নৌকার মাঝি আহত হয়। সে লামা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড নকসা ঝিরির মৃত আলী আহাম্মদের ছেলে।

জানা গেছে, শনিবার লামা বাজারের সাপ্তাহিক হাঁটবার হওয়ায় বাড়ির জন্য বাজার করে বাড়িতে ফিরছিল ফারুক। বউ নিয়ে শুশুর বাড়িতে থাকত সে। সন্ধ্যা ৭টার সময় রুপসীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সংলগ্ন পইজ্জা খোলা ঘাটে নৌকা পারাপারের সময় বজ্রপাত হলে নৌকার মাঝি ও ফারুক ২জনেই পানিতে লাফ দেয়। চিৎকার শুনে নদীর পাড়ের ১জন দৌড়ে এসে মাঝিকে জীবিত উদ্ধার করলেও ফারুক মরে ভেসে যায়।

বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে রুপসীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, নিহত ফারুকের লাশ খুঁজতে নদীকে লোক লাগানো হয়েছে।

পাঠকের মতামত: