ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

লামায় ইয়াবাসহ ৫ যুবক আটক

লামা প্রতিনিধি ::  বান্দরবানের লামা উপজেলায় নেশাজাতীয় ট্যাবলেট ইয়াবাসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি মোহাম্মদ পাড়া থেকে মঙ্গলবার দিনগত গভীর রাতে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- মোহাম্মদ পাড়ার বাসিন্দা মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে মো. কাশেম (৩৮), মো. আনসার আলীর ছেলে মো. ওসমান (২৮), বাবর আলীর ছেলে মো. ফজর আলী (২৪), মহারাজের ছেলে মো. ইকবাল (৩০) ও নাপিতা ঝিরির পাড়ার বাসিন্দা মো. ইউনুছের ছেলে মো. সুমন (২০)।

সূত্র জানায়, ইয়াবা বিকিকিনি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে গজালিয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই রিন্টুর নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা মোহাম্মদ পাড়ায় অভিযান চালায়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ যুবককে আটক করে পুলিশ।

ইয়াবাসহ ৫ যুবককে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান চকরিয়া নিউজকে বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পাঠকের মতামত: