ঢাকা,রোববার, ২৪ নভেম্বর ২০২৪

বিশ্বব্যাপী সাংবাদিকদের চোখ বেঁধে সংবাদ পাঠ, ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ

ডেস্ক নিউজ :: ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধরাষ্ট্র ইসরাইলের বাহিনীর গুলির আঘাতে চোখ হারানো ফিলিস্তিনি সাংবাদিকের প্রতি সমবেদনা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সাংবাদিকরা এক চোখে ব্যান্ডেজ বেঁধে অভিনব কায়দায় প্রতিবাদ করেছেন সাংবাদিকরা। খবর মিডল ইস্ট মনিটরের।

শুক্রবার (১৫ নভেম্বর) ফিলিস্তিনের পশ্চিম উপকূলে একটি বিক্ষোভ সংঘটিত হয়। বিক্ষোভে ইসরাইলি হানাদার বাহিনীর গুলিতে দায়িত্বরত মোয়াজ আমারনা নামের ৩৫ বছর বয়সী এক ফটোসাংবাদিক বাম চোখে গুলিবিদ্ধ হন।

সাংবাদিকদের পাশাপাশি সংবাদ পাঠকরাও প্রতিবাদে অংশ নিয়েছেন। সংবাদ পাঠকরা চোখে ব্যান্ডেজ নিয়েই পাঠ করছেন সংবাদ।

ঘটনার পর থেকেই আরব দেশগুলোতে চলছে তীব্র নিন্দা ও সমালোচনা। নিরাপত্তাহীন সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে সোমবার ফিলিস্তিন টিভিতে সাংবাদিকদের এক চোখে ব্যান্ডেজ বেঁধে সংবাদ উপস্থাপন করতে দেখা গেছে।

আমারনার সহকর্মীরা দাবি করছে তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল। তবে সীমান্ত পুলিশের দাবি তাকে লক্ষ্য করে গুলি করা হয়নি। আমারনা বর্তমানে হাদাসাহ মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছেন।

পাঠকের মতামত: