এ ঘটনায় আমির হোছন ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।
স্হানীয় ইউপি মেম্বার মৌলভী কামরুল হক বলেন, গত শুক্রবার দুপুরে পারিবারিক ও সীমানা বিরোধের জের ধরে বাকবিতন্ডার এক পর্যায়ে লাঠি দিয়ে আমির আব্বাছের মাথায় আঘাত করেন ছোট ভাই আমির হোছন। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত আমির আব্বাছকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
সেখানে তার অবস্থার অবনতি হলে আরো উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মছিউর রহমান বলেন, আমির আব্বাছ হত্যার ঘটনায় আমির হোছন ও তার স্ত্রীকে আটক করা হয়েছে ।
এজাহার পেলে হত্যা মামলা রুজু করা হবে বলেও জানান ওসি
পাঠকের মতামত: