শুক্রবার, ২২ নভেম্বর সকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টূর্ণামেন্ট উদ্বোধন ঘোষনা করেন ব্যাচের সভাপতি মোহাম্মদ হাসান মাহমুদ চৌধুরী এবং খেলা পরিচালনা পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শাহরিয়ার বিন নাছির রিয়াদ।
সকালে উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রয়েল কিংস ৯৯ এর মুখোমুখি হয় এবারের অন্যতম শিরোপা প্রত্যাশী দল বেঙ্গল ৯৯। শুরুতে ম্যাচে টস জিতে রয়েল কিংস ৯৯ বেঙ্গল ৯৯কে ব্যাট করতে পাঠায়। বেঙ্গল ৯৯ নির্ধারিত ১৫ ওভারে বিনা উইকেটে ২৩০ রান সংগ্রহ করে। ক্যাচ ড্রপের মহড়ায় এডভোকেট আরিফ ৫০ ও হেলাল ১৫৬ রান সংগ্রহ করে। জবাবে রয়েল কিংস ৯৯ তাদের নির্ধারিত ১৫ ওভারে ২ উইকেটে ২১৭ সংগ্রহ করে। এতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৭ রানে জয় তুলে নেয় বেঙ্গল ৯৯। হেলাল ১৫৬ রান করায় প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
একই স্টেডিয়ামে দিনের অপর খেলায় লিজেন্ড ফাইটার্স ৯৯ চকরিয়া আইল্যান্ড ওয়ারিয়র্স ৯৯ মহেশখালী বিপক্ষে ৬৪ রানের সহজ জয় তুলে নেয়। শুরুতে টস জিতে লিজেন্ড ফাইটার্স ৯৯ চকরিয়া ১৫ ওভারে ৪ উইকেটে ১৯২ রান করে। কানন ৬০ ও রাসেল ৩৪ রান করে। ১৯২ রানের জবাবে আইল্যান্ড ওয়ারিয়র্স ৯৯ মহেশখালী ১২৪ রান সংগ্রহ করে। নাছির সবোচ্চ ২৬ ও তারেক ২৩ রান সংগ্রহ করে। কানন ৬০ রান ও ১ উইকেট সংগ্রহ করায় প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
পাঠকের মতামত: