ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

বান্দরবানে ভেঙ্গে পড়ল সিভিল সার্জন অফিসের প্রধান গেট

্‌্‌্বান্দরবান প্রতিনিধি :::

নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে তৈরি বান্দরবানের সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকটি ভেঙ্গে পড়েছে। উদ্বোধনের আগেই এমন ঘটনায় বিপাকে পড়েছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। ১০ আগস্ট বৃষ্টির সময় ঢালাই করা ফটকটি হঠাৎ ভেঙ্গে যায়। গণপূর্ত বিভাগ চার লক্ষ টাকা ব্যয়ে ফটকটি নির্মাণ করে। নির্মাণের এক মাসের মাথায় এটি ভেঙ্গে পড়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিভিল সার্জন কার্যালয়ের সৌন্দর্যবর্ধনে ৪ লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ প্রধান ফটকটির নির্মাণ কাজে হাত দেয়। স্থানীয়রা জানিয়েছেন, নি¤œমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং গণপূর্ত বিভাগের প্রকৌশলীদের তদারকি না থাকায় ফটকটি ভেঙ্গে পড়েছে। স্থানটিতে গিয়ে দেখা গেছে, ফটকটি নির্মাণে হাল্কা ও নি¤œমানের রড এবং কম পরিমাণে সিমেন্ট ব্যবহার করা হয়েছে। ফটকটির নিচ থেকে কয়েকটি বাঁশ সরিয়ে নেয়া হলে এটি অল্প বৃষ্টির মধ্যেই ভেঙ্গে পড়ে। ফটকটির নির্মাণ কাজের ঠিকাদার মোহাম্মদ ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, ফটকটি নির্মাণে দুর্নীতি-অনিয়ম হয়নি। নি¤œমানের সামগ্রীও ব্যবহার করা হয়নি। প্রবল বৃষ্টির কারণে ফটকটি ভেঙ্গে থাকতে পারে বলে তিনি জানান। তবে নির্মাণ শ্রমিক তৌহিদুল ইসলাম জানান, ফটকটি নির্মাণের সময় মাটিতে কোন শক্ত ভিত (ফাউন্ডেশন) দেয়া হয়নি। ঠিকাদার যেভাবে বলেছেন সেভাবেই তিনি কাজ করেছেন। এ বিষয়ে সিভিল সার্জন ডা. অনুপ দেওয়ান জানান, গণপূর্ত বিভাগ ফটকটি নির্মাণ করছে। অনিয়মের অভিযোগ ছিল প্রথম থেকেই। গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইলিয়াস জানান, ঢালাইয়ের ২৮ দিনের পূর্বে সেখান থেকে বাঁশ কাঠ বা অন্যান্য সামগ্রী সরানোর নিয়ম না থাকলেও ঠিকাদার ১১ দিনেই তা সরিয়ে নেয়ার চেষ্টা করে। এ কারণে বৃষ্টির সময় ফটকটি ভেঙ্গে পড়ে। তবে ভেঙ্গে পড়া ফটকটি ঠিকাদার পুনর্নির্মাণ করে দেবে।

পাঠকের মতামত: