বান্দরবান জেলা বিএনপি’র নতুন আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত জেলা বিএনপির আংশির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হচ্ছে- যথাক্রমে সাবেক সাংসদ মিসেস ম্যামাচিং এবং সাবেক পৌর মেয়র জাবেদ রেজা। তবে বার্তায় জেলা কমিটির অন্য সদস্যদের নাম ঘোষণা করা হয়নি। দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মো.তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
জেলা বিএনপির আংশিক কমিটির বিষয়ে বর্তমান জেলা কমিটির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুছ বলেন, দলের জেলার আংশিক কমিটি কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না,কারণ এ কমিটির সাথে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কোন সম্পর্ক কিংবা মতামত নেয়া হয়নি। নতুন কমিটি জেলায় কাজ করতে চাইলে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গণহারে পদত্যাগ করতে বাধ্য হবো।
জেলা বিএনপির নতুন আংশিক কমিটির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন,দলে কোন গ্রুপিং থাকবে না,সকলকে সাথে নিয়ে নতুন করে রাজনীতির সূচনা কররা হবে। দীর্ঘদিন ধরে জেলা বিএনপির কাউন্সিল না হওয়ায় নানামুখি সংকট দেখা দেয় বিএনপিতে। ফলে নেতাকর্মীদের মাঝে বিরাজ করে আসছে হতাশা।
পাঠকের মতামত: